নবীন নিউজ, আন্তর্জাতিক ডেস্ক ১১ অক্টোবার ২০২৫ ০৯:২৫ পি.এম
গাজায় দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে শুক্রবার থেকে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। যুদ্ধবিরতি শুরু হতেই ফিলিস্তিনিরা দলে দলে ফিরতে শুরু করেছেন নিজেদের ভিটেমাটিতে—যে ভিটেমাটির অধিকাংশই আজ ধ্বংসস্তূপে পরিণত। তবুও, তাদের চোখে এখন একটিই আশা—শান্তি ফিরবে, হয়তো এবার স্থায়ীভাবে।
দুই বছর আগে শুরু হওয়া এই বিধ্বংসী যুদ্ধে গাজাবাসীর জীবনে এসেছে অগণিত মৃত্যু, বাস্তুচ্যুতি ও ধ্বংস। অনেকেই নিজেদের ঘরবাড়ি একাধিকবার ছেড়ে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পালিয়ে বেড়িয়েছেন। এখন সেই মানুষগুলোর অনেকেই আবার ফিরে যাচ্ছেন, যদিও তাদের ঘর আর ঘর নেই—শুধু ভাঙা দেয়াল, পোড়া ছাদ, আর স্মৃতির স্তম্ভ।
যুদ্ধবিরতির খবর শুনে গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিসের বাসিন্দা আমির আবু ইয়াদে বলেন, “এই অবস্থার জন্য আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই। যদিও আমরা ক্ষতবিক্ষত, তবু নিজ এলাকায় ফিরছি—এটাই এখন আমাদের সবচেয়ে বড় সান্ত্বনা।”
গাজার কেন্দ্রীয় শহর এলাকার বাসিন্দা ৩৯ বছর বয়সী মুহাম্মদ মুর্তজা বলেন, “আমি সব সময় প্রার্থনা করেছি যেন ফিরে গিয়ে দেখি আমার বাড়ি এখনো টিকে আছে। কিন্তু জানি, অনেকের মতো আমার ঘরও হয়তো গুঁড়িয়ে গেছে।” তার এখন একমাত্র আকাঙ্ক্ষা—এই যুদ্ধ যেন আর কখনো না ফিরে আসে।
৫৩ বছর বয়সী আরিজ আবু সাদায়েহও ফিরছেন নিজের ধ্বংসস্তূপে পরিণত বাড়িতে। তিনি বলেন, “যুদ্ধবিরতি ও শান্তি ফিরে আসায় আমি খুশি। কিন্তু আমি এক মা, যিনি এই যুদ্ধে এক ছেলে ও এক মেয়ে দুজনকেই হারিয়েছি। এই কষ্ট কোনোদিন কাটবে না, কিন্তু অন্তত এখন আমরা ঘরে ফিরছি—এটাই কিছুটা স্বস্তি।”
মিসরের শারম আল শেখে গত বুধবার হামাস ও ইসরায়েলের মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়। দীর্ঘ বৈঠকের পর ইসরায়েলের মন্ত্রিসভা শুক্রবার ভোরে তা অনুমোদন দেয়, এবং একই দিন সকাল থেকেই যুদ্ধবিরতি কার্যকর হয়।
চুক্তির শর্ত অনুযায়ী, ইসরায়েলি বাহিনী ২৪ ঘণ্টার মধ্যে গাজার নির্দিষ্ট এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে। আগামী সোমবারের মধ্যে হামাস জীবিত সব জিম্মিকে মুক্তি দেবে এবং এর বিনিময়ে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেবে।
এই যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে। ওই পরিকল্পনার আলোচনায় অংশ নেয় হামাস, ইসরায়েল, ইসলামিক জিহাদ এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএলএফপি)।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি কার্যকরের পর ইসরায়েলি বাহিনী ইতোমধ্যে গাজার কয়েকটি এলাকা থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, হাজার হাজার ফিলিস্তিনি গাজার উত্তরাঞ্চলের দিকে ফিরে যাচ্ছেন—যেখানে গত কয়েক মাসে ইসরায়েলি বোমাবর্ষণে সম্পূর্ণ এলাকা বিধ্বস্ত হয়েছিল।
চুক্তি অনুসারে, প্রতিদিন প্রায় ৬০০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করবে এবং খাদ্য, ওষুধ ও পুনর্গঠনের সামগ্রী পৌঁছে দেবে। তবে বাস্তবে এই সরবরাহ নির্বিঘ্নে চলছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
যুদ্ধের বিধ্বস্ত গাজায় এখন ঘরে ফেরার যাত্রা মানে এক অনিশ্চিত পথ—যেখানে ঘর নেই, তবুও মানুষ ফিরছে ঘরে। কারণ, সেই মাটিই তাদের পরিচয়, সেই ধ্বংসস্তূপই তাদের শেষ আশ্রয়।
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ
গাজায় ৭৫০ বছরের পুরোনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল
বিক্ষোভে উত্তাল নেপাল, পার্লামেন্টে ঢুকে পড়েছে জনতা
শক্তি বাড়ালো ভেনেজুয়েলা, এবার প্রস্তুত সশস্ত্র যুদ্ধের জন্য
গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সুইডেন ও ফ্রান্সে হাজারো মানুষের বিক্ষোভ
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ
ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে গভীর আলোচনা চলছে ট্রাম্পের
পাকিস্তানে বিএনপির সমাবেশে বোমা হামলা, নিহত বেড়ে ১৫
সব পথ বন্ধ ভারতের: মোদির জন্য বড় ধাক্কা, ড. ইউনূসের ‘না’!
আজারবাইজান হয়ে ইরানে ড্রোন হামলা করে ইসরায়েল
আরেক দেশে হামলা করে ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল
নাফ নদীতে বেপরোয়া আরাকান আর্মি, উপকূলজুড়ে আতঙ্ক
চার সেনাকে খুঁজে পাচ্ছে না ইসরায়েল
বাংলাদেশ-পাকিস্তানের ঘনিষ্ঠতায় কতটা অস্বস্তিতে ভারত?
গাজাবাসীর জন্য রোজা থাকছেন বিশ্বের ১৫০ আলেম
দ্বিতীয় ইরান হয়ে উঠছে ইয়েমেন, হিসাব মেলাতে পারছে না ইসরায়েল
ভারতের মাটিতে আ.লীগের তৎপরতা নিয়ে ২ দেশের পাল্টাপাল্টি অবস্থান
নতুন বিশেষ ভিসা চালু করছে চীন, যারা সহজে পাবেন
বিমানবন্দর থেকে জনপ্রিয় ইউটিউবার গ্রেফতার
গাজা সিটি দখলে এগিয়ে যাচ্ছে ইসরায়েল
পুতিন-ট্রাম্প বৈঠকে সমঝোতা হয়নি
ওয়ার্ল্ড গেমসে অ্যাথলেটের রহস্যজনক মৃত্যু