নবীন নিউজ, আন্তর্জাতিক ডেস্ক ২৮ আগষ্ট ২০২৫ ১১:৪১ এ.এম
ওমানের রাজধানী মাস্কটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের অবকাশে এখন থেকে ঠিক ছয় মাস আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বৈঠকে বসেছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোটকে (সার্ক) পুনরুজ্জীবিত করে তোলার প্রসঙ্গ তোলা হয়। এটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একটি সুপরিচিত অবস্থান।
এর আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও একাধিকবার সার্ককে চলমান করার কথা প্রকাশ্যেই বলেছিলেন, যে প্ল্যাটফর্মের কার্যক্রম প্রায় এক দশক হলো থেমে রয়েছে।
কিন্তু মাস্কটের বৈঠকে জয়শংকর পরিষ্কার জানিয়ে দেন, সার্কের কথা আপাতত না তোলাই ভালো। কারণ কোন দেশটির কারণে, আর কেন সার্ক অচল হয়ে আছে সেটা জোটের সদস্য দেশগুলোর ভালো মতোই জানা।
শুধু তাই নয়, সার্ককে পুনরুজ্জীবিত করার কথা বলা মানে হলো ভারত পাকিস্তানের তালে তাল মেলাচ্ছে এভাবেই দেখবে, সেটাও বলেন জয়শংকর। এর কয়েকদিন পরই দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশকে আমরা বলেছি তারা যেন সন্ত্রাসবাদকে নর্মালাইজ করার বা স্বাভাবিক ঘটনা বলে তুলে ধরার কোনো চেষ্টা না করে।
ভারত যেখানে সার্কের হয়ে কথা বলাকেও পাকিস্তানের হয়ে প্রশ্ন করা হিসেবে দেখছে; সেখানে ঢাকা ও ইসলামাবাদের ক্রমবর্ধমান কূটনৈতিক ঘনিষ্ঠতা যে দিল্লিকে অস্বস্তিতে ফেলছে, তা সহজেই অনুমেয়। মাস্কটে সেই বৈঠকের পরবর্তী কয়েক মাসে পাকিস্তান ও বাংলাদেশ শুধু কাছাকাছিই আসেনি, প্রতিরক্ষা, বাণিজ্য, সংস্কৃতি বা যোগাযোগ- প্রায় সব খাতেই দুই দেশের সহযোগিতা গভীর হয়েছে।
সেই ফেব্রুয়ারিতেই বাংলাদেশ বহু বছরের মধ্যে প্রথমবার পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করার মাধ্যমে দুই দেশের মধ্যে আবার সরাসরি বাণিজ্য শুরু করে। এরপর উদ্যোগ নেওয়া হয় ভিসা বিধিনিষেধ শিথিল করার এবং ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করার। বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া ও সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার কথাও জানায় পাকিস্তান।
দু’দেশের সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও একে অপরের দেশে যেতে শুরু করেন, সেই সব সফরের ছবিও প্রকাশ করা হতে থাকে। এই ধারাবাহিকতায় সদ্য বাংলাদেশ সফর করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। যিনি তার সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টাদের সঙ্গে তো দেখা করেছেনই; বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গেও দেখা করেছেন।
এমনকি ইসহাক দার বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে একাত্তর বা গণহত্যার মতো স্পর্শকাতর ইস্যু নিয়েও কথা বলতে দ্বিধা করেননি। এটিকে একটি মীমাংসিত বিষয় বলে দাবি করে তিনি বাংলাদেশিদের হৃদয় পরিষ্কার করে সামনে এগিয়ে যাওয়ারও আহ্বান জানিয়েছেন।
ঘটনাপ্রবাহের এই গতি আর আকস্মিকতা ভারতকে রীতিমতো উদ্বেগে ফেলেছে। পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের বাংলাদেশ সফর কিংবা করাচি থেকে চট্টগ্রামে পণ্যের চালান নিয়ে এর আগে যখনই ভারত সরকারকে প্রশ্ন করা হয়েছে তখনই মুখপাত্র বাঁধাধরা জবাব দিয়েছেন।
কিন্তু ভারতের কর্মকর্তা ও বিশ্লেষকদের অনেকেই এখন ঢাকা-ইসলামাবাদের এই নতুন আঞ্চলিক সমীকরণ তাদের স্বার্থকে কীভাবে ব্যাহত করতে পারে এ নিয়ে খোলাখুলি কথা বলছেন।
ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান পর্যন্ত গত মাসে প্রকাশ্যেই স্বীকার করেছেন, চীন, পাকিস্তান ও বাংলাদেশের (নিরাপত্তা) স্বার্থের ক্ষেত্রে এক ধরনের অভিন্নতা দেখা যাচ্ছে; ভারতের জন্য যার প্রভাব হতে পারে সুদূরপ্রসারী।
জেনারেল চৌহান বলেন, এই তিনটি দেশের ক্ষেত্রে যে সম্ভাব্য কনভার্জেন্স অব ইন্টারেস্ট দেখা যাচ্ছে, তা ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তা ডায়নামিক্সের ওপর বড় প্রভাব ফেলতেই পারে!
ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা, বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের জন্য বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও সরকারি নীতি খুব গুরুত্বপূর্ণ। বিগত এক যুগেরও বেশি সময় ধরে সেই উত্তর-পূর্বাঞ্চলের পরিস্থিতি যে বেশ শান্ত এবং স্বশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব যে ক্ষীয়মান, তার পেছনে শেখ হাসিনার সরকারের বড় ভূমিকা ছিল।
কিন্তু ভারত মনে করছে, এখন এই পরিস্থিতি আবার পাল্টানোর আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ ভিনা সিক্রি ঢাকায় ভারতীয় হাইকমিশনার ছিলেন ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত। সেই সময় বিএনপি-জামায়াতের জোট সরকার ক্ষমতায় এবং তখনও ঢাকা ও ইসলামাবাদের মধ্যে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
সঙ্গে, জামায়াতের সঙ্গে আর ছাত্রদের নতুন দল এনসিপির সঙ্গে। ধর্মনিরপেক্ষ কোনো দলের সঙ্গে তাকে কিন্তু কথা বলতে দেখননি বলে তিনি মন্তব্য করেন।
বাংলাদেশের পরবর্তী নির্বাচনে জিতে যে দল বা জোটই ক্ষমতায় আসুক, তারা যাতে পাকিস্তানের বয়ানকেই প্রাধান্য দেয় এবং আঞ্চলিক পররাষ্ট্রনীতিতে পাকিস্তান-চীনের দিকেই ঝোঁকে; সেটা নিশ্চিত করাই এই সব আলোচনার লক্ষ্য ছিল বলে মুখার্জি মনে করেন। সব মিলিয়ে পাকিস্তান ও বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা আগাগোড়াই ভারতের স্বার্থবিরোধী হতে যাচ্ছে বলে দিল্লিতে একটি বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে।
সূত্র: বিবিসি বাংলা
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ
গাজায় ৭৫০ বছরের পুরোনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল
বিক্ষোভে উত্তাল নেপাল, পার্লামেন্টে ঢুকে পড়েছে জনতা
শক্তি বাড়ালো ভেনেজুয়েলা, এবার প্রস্তুত সশস্ত্র যুদ্ধের জন্য
গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সুইডেন ও ফ্রান্সে হাজারো মানুষের বিক্ষোভ
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ
ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে গভীর আলোচনা চলছে ট্রাম্পের
পাকিস্তানে বিএনপির সমাবেশে বোমা হামলা, নিহত বেড়ে ১৫
সব পথ বন্ধ ভারতের: মোদির জন্য বড় ধাক্কা, ড. ইউনূসের ‘না’!