নবীন নিউজ ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০২:২২ পি.এম
কিড স্ট্রিট, রয়েড স্ট্রিট, সদর স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, কলিন লেন, টটি লেন, মারকুইস স্ট্রিটসহ নিউমার্কেট এলাকায় ছোট-বড় মিলিয়ে প্রায় ১২০টি থাকার হোটেল রয়েছে। এ অঞ্চলের বেশিরভাগ ব্যবসা নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের ওপর। কিন্তু প্রতিবেশী দেশে রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে ‘মিনি বাংলাদেশ’ নামে খ্যাত কলকাতার নিউমার্কেট এলাকায়।
খাবারের হোটেল ও ছোটখাটো ব্যবসা— বিশেষ করে শাড়ি, গার্মেন্টসের ব্যবসার পর এবার বাংলাদেশি পর্যটকের অভাবে বন্ধ হতে চলেছে নিউমার্কেট চত্বরের থাকার হোটেলগুলো।
গত বছরের জুলাই থেকেই পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। চলতি ফেব্রুয়ারিতে অবস্থা আরও সংকটময় হয়ে উঠেছে। গত ছয় মাসে ব্যবসা কার্যত তলানিতে ঠেকেছে। কেউ কেউ এরই মধ্যে ব্যবসা গুটিয়ে ফেলেছেন, আবার কেউ ব্যবসা বন্ধের কথা ভাবছেন।
নিউমার্কেট এলাকার হোটেল ব্যবসায়ীদের একাংশ মনে করেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন থাকলেও তা বাণিজ্যে প্রভাব ফেলা উচিত নয়।
কলকাতার মারকুইস স্ট্রিট-ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সচিব মনতোষ সরকার জানান, নিউমার্কেট মূলত বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল। মানি এক্সচেঞ্জ, হোটেল ও পর্যটন ব্যবসা মূলত তাদের উপস্থিতির ওপর ভিত্তি করে চলে। কিন্তু বর্তমানে বাংলাদেশি পর্যটকের সংখ্যা অনেকটাই কমে গেছে। কোভিড মহামারির পর আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম, কিন্তু সাম্প্রতিক সংকট দ্রুত কাটবে বলে মনে হচ্ছে না।
গত আট বছর ধরে লিজ নিয়ে মারকুইস স্ট্রিটে ‘এমারেল্ড হোটেল’ চালাচ্ছেন মনতোষ সরকার। তার হোটেলে কর্মরত ২৫ জন কর্মীর আয়ে পরিবারের মোট ৭৫ জন সদস্য নির্ভরশীল। কিন্তু বর্তমানে হোটেলটি বাংলাদেশি পর্যটকশূন্য। ফলে একদিকে পর্যটক নেই, অন্যদিকে প্রতিমাসে দিতে হচ্ছে বড় অংকের ভাড়া। এই পরিস্থিতিতে তিনি হোটেলটি ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন।
মনতোষ সরকার আরও জানান, নিউমার্কেট চত্বরে যারা লিজ নিয়ে হোটেল চালাচ্ছিলেন, পর্যটকের অভাবে তাদের অনেকে হোটেল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। একইভাবে দোকান ভাড়া নিয়ে পোশাকের ব্যবসা বা রেস্তোরাঁ চালানো ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন।
বাংলাদেশি পর্যটক বলতে এখন হাতে গোনা কিছু মানুষ রয়েছেন নিউমার্কেট চত্বরে। যে হোটেলের ঘরভাড়া আগে ছিল ২ হাজার ৫০০ রুপি, সেটি এখন অর্ধেকে নেমে এসেছে। তবুও পর্যটক মিলছে না। ফলে স্থানীয় পর্যটকদের ওপর নির্ভর করতে হচ্ছে হোটেল ব্যবসায়ীদের।
যেসব বাংলাদেশি পর্যটক এখন কলকাতায় আসছেন, তাদের বেশিরভাগই চিকিৎসার জন্য। কেউ কলকাতায় চিকিৎসা করাচ্ছেন, কেউ আবার উন্নত চিকিৎসার জন্য বেঙ্গালুরু যাচ্ছেন। তবে তাদের সংখ্যাও খুবই কম।
বাংলাদেশের মানিকগঞ্জের বাসিন্দা মুস্তাফিজুর রহমান মুকুল বলেন, এখন নিউমার্কেট বেশ ফাঁকা। কারণ ভিসা ঠিকমতো পাওয়া যাচ্ছে না। চিকিৎসার ভিসা পাওয়া গেলেও অন্যান্য ভিসা জটিলতায় পড়েছে।
বাংলাদেশের চুয়াডাঙ্গার বাসিন্দা মোহাম্মদ আশরাফুল চিকিৎসার জন্য কলকাতায় এসেছেন, এখান থেকে বেঙ্গালুরু যাবেন। তিনি বলেন, ভিসা পেতে এখন কিছুটা জটিলতা হচ্ছে। রাজশাহীর নির্দিষ্ট কিছু মেডিকেল কলেজের সার্টিফিকেট থাকলেই ভিসা পাওয়া যাচ্ছে।
চুয়াডাঙ্গার আরেক বাসিন্দা সুপল সরকার তার খালার অস্ত্রোপচারের জন্য কলকাতায় এসেছেন। তিনি বলেন, ভিসা পাওয়ার ক্ষেত্রে এখন শর্ত কঠোর করা হয়েছে। শুধু জটিল রোগের ক্ষেত্রেই ভিসা মিলছে, ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণরূপে বন্ধ।
এই সংকট কবে কাটবে, সে বিষয়ে কেউ নিশ্চিত নন। তবে নিউমার্কেট চত্বরের ব্যবসায়ীরা আশা করছেন, সমস্যার দ্রুত সমাধান হবে এবং কলকাতার ‘মিনি বাংলাদেশ’ আবারও আগের মতো প্রাণ ফিরে পাবে।
নবীন নিউজ/পি
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ
গাজায় ৭৫০ বছরের পুরোনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল
বিক্ষোভে উত্তাল নেপাল, পার্লামেন্টে ঢুকে পড়েছে জনতা
শক্তি বাড়ালো ভেনেজুয়েলা, এবার প্রস্তুত সশস্ত্র যুদ্ধের জন্য
গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সুইডেন ও ফ্রান্সে হাজারো মানুষের বিক্ষোভ
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ
ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে গভীর আলোচনা চলছে ট্রাম্পের
পাকিস্তানে বিএনপির সমাবেশে বোমা হামলা, নিহত বেড়ে ১৫
সব পথ বন্ধ ভারতের: মোদির জন্য বড় ধাক্কা, ড. ইউনূসের ‘না’!
আজারবাইজান হয়ে ইরানে ড্রোন হামলা করে ইসরায়েল
আরেক দেশে হামলা করে ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল
নাফ নদীতে বেপরোয়া আরাকান আর্মি, উপকূলজুড়ে আতঙ্ক
চার সেনাকে খুঁজে পাচ্ছে না ইসরায়েল
বাংলাদেশ-পাকিস্তানের ঘনিষ্ঠতায় কতটা অস্বস্তিতে ভারত?
গাজাবাসীর জন্য রোজা থাকছেন বিশ্বের ১৫০ আলেম
দ্বিতীয় ইরান হয়ে উঠছে ইয়েমেন, হিসাব মেলাতে পারছে না ইসরায়েল
ভারতের মাটিতে আ.লীগের তৎপরতা নিয়ে ২ দেশের পাল্টাপাল্টি অবস্থান
নতুন বিশেষ ভিসা চালু করছে চীন, যারা সহজে পাবেন
বিমানবন্দর থেকে জনপ্রিয় ইউটিউবার গ্রেফতার
গাজা সিটি দখলে এগিয়ে যাচ্ছে ইসরায়েল
পুতিন-ট্রাম্প বৈঠকে সমঝোতা হয়নি
ওয়ার্ল্ড গেমসে অ্যাথলেটের রহস্যজনক মৃত্যু
ভারতকে যুদ্ধের হুমকি
স্ত্রীর সঙ্গে কথা বলেননি ২০ বছর! একই ছাদের নীচে সংসার, হয়েছে সন্তানও!