নবীন নিউজ, ডেস্ক ৩০ অক্টোবার ২০২৪ ০৬:০১ পি.এম
মানুষের নামে মসজিদের নামকরণ করা মৌলিকভাবে জায়েজ। সাহাবি, তাবেঈ বা কোনো আল্লাহর ওলির নামে মসজিদের নামকরণ করা যায় যেমন মসজিদে আবু বকর (রা.), মসজিদে বেলাল (রা.), ইত্যাদি।
জমিদাতার নামে মসজিদের নাম রাখা যাবে কি?
যেকোনো ব্যক্তির নামে মসজিদের নাম রাখা জায়েজ। সাহাবি ও আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দাদের নামে অসংখ্য মসজিদ রয়েছে। যেমন মসজিদে আবু বকর (রা.), মসজিদে বেলাল (রা.) প্রভৃতি।
মসজিদের জমিদাতা বা মসজিদ নির্মাতাদের নামে মসজিদের নাম রাখা হলেও তা জায়েজ হবে। তবে তা রাখাই উত্তম। কেননা এতে করে দাতার মনে রিয়া (লৌকিকতা) সৃষ্টি হবে। যা হাদিসে ছোট শিরক আখ্যায়িত করা হয়েছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘আমি তোমাদের ওপর সব চাইতে বেশি ভয় করছি ছোট শিরকের। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ছোট শিরক কী? উত্তরে তিনি বললেন, তা হল রিয়া তথা লোক দেখানো আমল।’ ইবনে মাজাহ ৩২
মসজিদসহ অন্য যে কোনো কল্যাণকর কাজে একজন মুমিনের অংশগ্রহণ এবং অন্য সব ইবাদত হওয়া উচিত শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। মানুষের সামনে নিজের নাম জাহির করার জন্য নয়। কোরআনে আল্লাহ বলেছেন, তাদেরকে নির্দেশ দেয়া হয়েছিল, তারা যেন শুধু আল্লাহর জন্য ইবাদত করে। সুরা বায়্যিনাহ ৫
আরেক আয়াতে আল্লাহ বলেন, যে তার রবের সাথে সাক্ষাতের আশা করে, সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে। সুরা কাহাফ ১১০
মানুষকে দেখানোর জন্য আমল করলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আল্লাহর কাছে ওই আমলের সওয়াব নয়, বরং গুনাহ লেখা হয়। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন, আমি শরিকদের মধ্যে শিরক থেকে সবচেয়ে বেশি অভাবমুক্ত। যদি কেউ কোনো আমল করে এবং তাতে আমাকে ছাড়া অন্য কাউকে শরিক করে, তাহলে আমি তাকে ও তার শিরককে তাদের অবস্থায়ই ছেড়ে দেই। মুসলিম ৭২০৫
ইসলামে মসজিদ নির্মাণ অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। নবীজি (স.) বলেছেন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। বুখারি ৪৫০
কোরআনে আল্লাহ তাআলা মসজিদ নির্মাণকে তার মুমিন-মুত্তাকিদের কাজ হিসেবে বর্ণনা করে বলেন, একমাত্র তারাই আল্লাহর মসজিদসমূহ আবাদ করবে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, নামাজ কায়েম করে, জাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আশা করা যায়, তারা হিদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। সুরা বাকারা ১৮
তাই কাউকে যদি আল্লাহ তাআলা মসজিদ নির্মাণে জমি বা অর্থ দিয়ে অংশগ্রহণ করার তওফিক দেন, তার উচিত এটাকে নিজের সৌভাগ্য মনে করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই তা করা। নাম জাহির করার নিয়ত করে মসজিদ নির্মাণে অংশগ্রহণের সওয়াব নষ্ট না করা।
নবীন নিউজ/জেড
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?
সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবি পড়ার আহ্বান
সাহাবিদের যেভাবে পরীক্ষা নিতেন নবীজি
জিনের ক্ষতি থেকে বাঁচতে যে দোয়া পড়বেন
হারামাইনে ১০ রাকাত তারাবির সিদ্ধান্তে দেওবন্দ মাদরাসার উদ্বেগ
ইফতারে কোন দেশে কী খাওয়া হয়?