নবীন নিউজ, ডেস্ক ১২ জানু ২০২৫ ০৭:৩১ পি.এম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হল, শহীদ হবিবুর রহমান হল, মতিহার হল, মাদার বখ্শ হল ও শহীদ জিয়াউর রহমান হলে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনা ঘটেছে। এছাড়া হলের দেয়ালে নানা চিহ্ন আঁকা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) সকালে প্রথমে জিয়া হলে পোড়া কোরআন দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানায় হলের শিক্ষার্থীরা। ধারণা, শনিবার দিবাগত রাতে এগুলো পোড়ানো হয়েছে। তবে কে বা কারা কোন উদ্দেশ্যে এমনটি করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার বর্ণনা দিয়ে সৈয়দ আমীর আলী হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, সকালে হলের মুক্তমঞ্চে পোড়ানো কোরআন শরীফ দেখতে পাই। এরপর প্রশাসনকে বিষয়টি জানানো হয়। তিনি বলেন, এটা ইচ্ছাকৃতভাবেই উস্কানিমূলক ঘটনা। কোনো একটি পক্ষ সাম্প্রদায়িক দাঙ্গা ও অস্বাভাবিক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি।
এ বিষয়ে সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক হারুনর রশীদ বলেন, কোনো ধর্মের এমন অবমাননা সহ্য করার মতো নয়। হল প্রশাসন এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিষয়টি জানানো হয়েছে। যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে।
এই ঘটনার পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের উত্তেজনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। বিকেল পৌনে তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন ও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
এদিকে, এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবসহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছেন। পরে দুপুরে সাড়ে ১২টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এক জরুরি প্রেস ব্রিফিং করেন তিনি।
এ সময় উপাচার্য জানান, ঘটনা তদন্তে ৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খানের সভাপতিত্বে এই কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রাথমিক প্রতিবেদন ও ৭ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটি গঠনের আগে উপাচার্য শৃঙ্খলা উপ-কমিটির সাথেও একটি জরুরি সভা করেছেন।
কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন উপাচার্য। উদ্ভূত পরিস্থিতিতে সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, এই হীন ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িক ও আন্তঃধর্ম সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত। এই ঘটনাকে পুঁজি করে যাতে সুযোগসন্ধানী চক্র কোনো প্রকার সুবিধা গ্রহণ করতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে বলেন। পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বান জানিয়েছে।
নবীন নিউজ/এফ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি
হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা, বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান অনেকের
ছাত্রাবাসে বসে মদ-গাঁজা সেবন, ৪ শিক্ষার্থী বহিষ্কার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪ কর্মকর্তাকে পুলিশে দিলো শিক্ষার্থীরা