নবীন নিউজ ডেস্ক ০১ মার্চ ২০২৫ ০৩:৪১ পি.এম
সংগৃহীত ছবি
জুলাই-আগস্ট আন্দোলনের তরুণদের নেতৃত্বে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। আর এ নতুন দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে। আর সদস্য সচিব করা হয়েছে আখতার হোসেনকে। বাংলাদেশের নতুন এই ছাত্র সংগঠন নিয়ে সরব ভারতও।
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ভারতীয় গনমাধ্যম এর প্রতিবেদন অনুসারে,
বাংলাদেশের মাটিতে ভারত এবং পাকিস্তানপন্থী রাজনীতির কোনও ঠাঁই নেই! নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেনস পার্টি বা এনসিপি)-র আত্মপ্রকাশের মঞ্চ থেকে এমনই ঘোষণা করলেন আহ্বায়ক নাহিদ ইসলাম। শুধু তা-ই নয়, তাঁর কথায় উঠে এসেছে বাংলাদেশের উন্নতির প্রসঙ্গও। তিনি বলেন, ‘‘বাংলাদেশ এবং দেশবাসীর স্বার্থকে সামনে রেখে আমরা কাজ করব।’’ নাহিদের দাবি, বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবে তাঁর দল।
শুক্রবার ঢাকার মানিক মিয়াঁ অ্যাভিনিউয়ের মঞ্চে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। কোরান, গীতা, বাইবেল পাঠ করে নতুন রাজনৈতিক দলের পথ চলা শুরু হয় বাংলাদেশে। সেই দলের আহ্বায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে নাহিদকে। তাঁকে সামনে রেখে নতুন দলে ১৫১ জন সদস্যের কমিটির কথা ঘোষণা করা হয়েছে। নতুন দলে মোট শীর্ষ পদের সংখ্যা ১০টি। সেই দলের মঞ্চ থেকেই বাংলাদেশকে নতুন করে গড়ার আহ্বান জানান নাহিদ। বাংলাদেশের জুলাই আন্দোলনে শহিদদের শ্রদ্ধা জানিয়ে নিজের বক্তৃতা শুরু করেন তিনি। তাঁর বক্তৃতার পরতে পরতে ছিল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা।
ঢাকার মানিক মিয়াঁ অ্যাভিনিউয়ের মঞ্চ থেকে নাহিদ বলেন, ‘‘আমরা সামনের কথা বলতে চাই। ইতিহাস পেরিয়ে সম্ভাবনাময় বাংলাদেশের কথা জানাতে চাই। বাংলাদেশকে কখনওই ভাগ করা যাবে না।’’ নাহিদের বক্তৃতায় জায়গা পেয়েছে প্রায় ২০০ বছর ব্রিটিশ শাসনকালে পরাধীনতার কথা। উঠে এসেছে ১৯৪৭ সালের স্বাধীনতা এবং পাকিস্তানের জন্ম। তার পর মুক্তিযুদ্ধ এবং ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের জন্মের কথাও নাহিদ তুলে ধরেছেন নিজের বক্তৃতায়।
তার পরই শেখ হাসিনার শাসনকাল নিয়ে সরব হয়েছেন নাহিদ। তাঁর কথায়, ‘‘গত ১৫ বছর দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম হয়েছিল, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরোয়া ভাবে ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে।’’ সেই অরাজকতার পতন ঘটিয়েছে ‘জুলাই বিপ্লব’, দাবি নাহিদের। তাঁর দাবি, এনসিপি হবে একটি গণতান্ত্রিক, সমতাভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। দেশ এবং সমাজে সকল প্রকার বিভেদ ঘুচিয়ে ঐক্যের পরিবেশ তৈরি করাই তাঁদের লক্ষ্য। নাহিদের কথায়, ‘‘আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই, যেখানে প্রতিশোধের বদলে ন্যায়বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে।’’ বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদী নাহিদ।
জুলাইয়ের গণ অভ্যুত্থানের জেরে গত ৫ অগস্ট হাসিনার সরকারের পতন হয়। কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধাক্কায় ক্ষমতাচ্যুত হন হাসিনা। সেই ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ছিলেন নাহিদ। তাঁর মুখেই সেই সময় শোনা গিয়েছিল ‘তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প’ স্লোগানটি। শুক্রবার নাহিদ জানান, সেই বিকল্পের জায়গা থেকেই জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ।
এর আগে ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ভারতীয় গনমাধ্যম আনন্দবাজার এর প্রতিবেদন অনুসারে, নাহিদদের নতুন দলে ঠাঁই পাচ্ছেন না জামায়াতের প্রাক্তনীরা বলে প্রচার করা হয়।
প্রতিবেদন অনুসারে, ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর অন্যতম সমন্বয়ক তথা অন্তর্বর্তী সরকার থেকে সদ্য পদত্যাগী উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন দলের আহ্বায়ক হবেন।
জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে শুক্রবার বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা হবে। কিন্তু সেই দলের পদপ্রাপ্তি ঘিরে টানাপড়েন এখনও অব্যাহত। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, জামায়াত-ই-ইসলামীর (জামাত নামে যা পরিচিত) শিক্ষার্থী সংগঠন ছাত্র শিবিরের প্রাক্তন নেতাদের অনেকে নতুন দলে পদ পেতে চলেছেন। কিন্তু বৃহস্পতিবার সে দেশের সংবাদমাধ্যম প্র থম আলোয় প্রকাশিত খবর জানাচ্ছে, আপাতত নতুন দলে ছাত্র শিবিরের প্রাক্তন নেতাদের ঠাঁই হচ্ছে না।
প্রকাশিত খবরে জানানো হয়েছে, নতুন দলের কার্যনির্বাহী কমিটিতে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, দু’টি সংগঠন থেকেই ৫০ শতাংশ করে প্রতিনিধি থাকবেন। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর অন্যতম সমন্বয়ক তথা অন্তর্বর্তী সরকার থেকে সদ্য পদত্যাগী উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন দলের আহ্বায়ক হবেন। নতুন দলের সাধারণ সচিব পদে জাতীয় নাগরিক কমিটি সদস্যসচিব আখতার হোসেনকে বেছে নেওয়া হয়েছে।
এ ছাড়া মুখ্য সংগঠক এবং মুখপাত্র পদের জন্য মনোনীত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক, সারজিস আলম ও হাসনাত আবদুল্লা। সারজিস জাতীয় নাগরিক কমিটির সঙ্গেও যুক্ত। আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি নাহিদদের দলে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নামে দু’টি পদ রাখার সিদ্ধান্ত হয়েছে। এর আগে প্রকাশিত একটি খবরে জানানো হয়েছিল, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আলি আহসান জোনায়েদ (ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রাক্তন সভাপতি)-এর নাম বিবেচনায় আছে। আর দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি।
কিন্তু জোনায়েদ ইতিমধ্যেই সমাজমাধ্যমে জানিয়ে দিয়েছেন, তিনি নতুন দলে যোগ দেবেন না। শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলের আত্মপ্রকাশ কর্মসূচিতেও যাবেন না। ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আর এক প্রাক্তন সভাপতি রাফে সালমান রিফাত এবং সংগঠনের কার্যনির্বাহী কমিটির প্রাক্তন সদস্য আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহও নতুন দলে থাকছেন না বলে জানা গিয়েছে। হিযবুল্লাহ ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্রের পদ থেকেও ইস্তফা দিয়েছেন।
নবীন নিউজ/পি
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন
আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি, ভিন্ন পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণের তাগিদ
পাঁচ দাবিতে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা
নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতসহ ৮ দল
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে
প্রবাসীদের ভোটে নজর বিএনপির
এক লাফে স্বর্ণের ভরিতে বাড়ল প্রায় ৯ হাজার টাকা
রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১০ সদস্য আটক
ফার্মগেটের কাছে ‘কম্পন’, আগারগাঁও–শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল বন্ধ
‘বিএনপি ক্ষমতায় আসলে মা-বোনদের আর নির্যাতিত হতে হবে না’
হাসিনার মামলার রায়ের দিন ধার্য হতে পারে আজ
বিএনপির বন্ধু আছে, প্রভু নেই : ডা. জাহিদ
‘আমাকে কুকুরের মত টেনে-হিঁচড়ে নিয়ে যায় পুলিশ, জানি না কীভাবে ছাত্রদের সামনে দাঁড়াব’
জবি ছাত্রদল নেতা খুন: রাত শেষে সকাল হলেও থানায় হয়নি মামলা
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন ইসি আনোয়ারুল
নোয়াখালীতে বিএনপি ও শিবির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ৪০
জামায়াতের পিআর পদ্ধতির আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা
জুলাই সনদে এনসিপি কেন স্বাক্ষর করেনি, জানালেন আখতার হোসেন
করোনা ভাইরাসের মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পেছাল
টাকা খরচ করে এমপি হতে চায় ব্যবসার জন্য: হাসনাত আব্দুল্লাহ
নাম বদলের খেলায় বিপদে দেশ