রবিবার ০২ নভেম্বার ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

প্রবাসীদের ভোটে নজর বিএনপির

নবীন নিউজ, ডেস্ক ০১ নভেম্বার ২০২৫ ১২:২০ পি.এম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রবাসে থাকা বাংলাদেশি ভোটারদের দিকেও নজর দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা মনে করেন, প্রবাসীদের ভোট নিশ্চিতে ইসির উদ্যোগকে বিএনপি শুধু সমর্থনই করছে না বরং এটিই বিএনপির দাবি। এ লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে নানামুখী কর্মসূচি পালনের পাশাপাশি ভোটারদের কাছে টানতে বিশেষ প্রচারও চালাবে দলটি।

এরই মধ্যে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। যেসব দেশের দূতাবাস ও কনস্যুলেট কিংবা হাইকমিশনে এনআইডি দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে, সেখানে প্রবাসীদের নানাভাবে সহায়তা করছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এরই ধারাবাহিকতায় আগামীকাল রোববার প্রবাসে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ কর্মসূচির অংশ হিসেবে দলটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন হতে যাচ্ছে। ঢাকার গুলশানে একটি হোটেলে অনুষ্ঠিতব্য কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি ও সিনিয়র নেতারা অংশ নেবেন।

প্রবাসীদের জন্য অনলাইন সদস্যপদ নবায়ন ও সংগ্রহ কার্যক্রম চালুর মাধ্যমে প্রবাসে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং আগামীদিনে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা আরও বাড়বে বলে মনে করে বিএনপি। দলটির সংশ্লিষ্ট নেতারা বলছেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার দেওয়ার উদ্যোগ খুবই সময়োপযোগী সিদ্ধান্ত। প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মোট ভোটার ও ইসির কার্যক্রম: খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশের মোট ভোটার সাড়ে ১২ কোটির বেশি। মোট ভোটারের ১০ শতাংশের বেশি বিভিন্ন দেশে অবস্থান করছেন। প্রবাসে থাকা এসব ভোটার বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন।

অথচ তারা জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে ভোট প্রদান কার্যক্রম থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন। তবে এবারই প্রথম প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। সে অনুযায়ী ত্রয়োদশ সংসদ নির্বাচনেই প্রবাসীদের ভোট নেওয়ার লক্ষ্যে এরই মধ্যে প্রবাসীদের ভোটগ্রহণের বিষয়ে কার্যক্রম শুরু করেছে ইসি।

বাংলাদেশ থেকে কত মানুষ প্রবাসে স্থায়ী হতে যায়, এ বিষয়ে সঠিক পরিসংখ্যান বা তালিকা কোথাও নেই। এ অবস্থায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি ব্যুরো, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসহ (বায়রা) বিভিন্ন সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে ইসি। এতে দেখা গেছে, অন্তত ৪০টি দেশে বাংলাদেশি প্রবাসীদের আধিক্য রয়েছে। এসব দেশে ১ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৫৩৪ জন প্রবাসী রয়েছেন।

দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সৌদি আরবসহ সমগ্র মধ্যপ্রাচ্য, লিবিয়া, সুদান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ, হংকং, মিশর, ব্রুনাই, মরিশাস, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, চায়না, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক ও সাইপ্রাস। তার মধ্যে সবচেয়ে বেশি ৪০ লাখ ৪৯ হাজার ৫৮৮ প্রবাসী রয়েছেন সৌদি আরবে এবং সবচেয়ে কম রয়েছে নিউজিল্যান্ডে ২ হাজার ৫০০ জন। এসব প্রবাসীর মধ্যে ৭০ শতাংশের মতো ভোটারের এনআইডি আছে বলে ধারণা করছে ইসি। যাদের মধ্যে নির্বাচনে ৫০ শতাংশ ভোটারের সাড়া পাবেন বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বিভিন্ন দেশে ঠিক কত সংখ্যক প্রবাসী রয়েছেন তার সঠিক হিসাব নেই। প্রবাসীদের নিয়ে কাজ করে এমন সংস্থাগুলোর সঙ্গে আমরা কথা বলে জেনেছি, সেই সংখ্যা ১ কোটি ৩০ লাখ বা এর কিছু বেশি হবে। এদের মধ্যে অন্তত ৭০ শতাংশ বাংলাদেশির এনআইডি আছে। সেই হিসাবে ৫০ লাখের মতো ভোটারকে পাওয়া যাবে বলে আশা করছি।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্র জানায়, ডাক বিভাগের সহযোগিতায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেবে ইসি। এজন্য ডিজিটাল ভোটিং প্ল্যাটফর্ম তৈরি হবে, যেখানে প্রবাসীরা মুখের ছবি ও এনআইডি যাচাই করে ভোটার হবেন। এরপর ডাকযোগে ব্যালট পাঠানো হবে এবং কিউআর কোড, ওটিপি ও নিরাপত্তা যাচাইয়ের মাধ্যমে ফেরত পাঠানোর ব্যবস্থা থাকবে। ভোটাররা ব্যালটে পছন্দমতো প্রতীক চিহ্নিত করে ফেরত খামে ভরে হলোগ্রাম স্টিকার দিয়ে সিল করে নিকটস্থ পোস্ট অফিসে জমা দেবেন। পরে ডাক বিভাগ ব্যালটগুলো ইসিতে ফেরত পাঠাবে, সেখান থেকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে যাবে।

বিএনপি দীর্ঘদিন ধরে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কথা বলে আসছে। তাদের দাবি, শুধু এনআইডি নয়, পাসপোর্টের মাধ্যমেও প্রবাসীদের ভোটের সুযোগ দেওয়া উচিত। সেই লক্ষ্যেই আগামীকাল রোববার প্রবাসে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ কর্মসূচির অংশ হিসেবে দলটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন হতে যাচ্ছে।

দলটির নেতারা মনে করছেন, তাদের এই উদ্যোগ দেশের অন্যান্য রাজনৈতিক দলের জন্যও দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এটি শুধু সদস্য সংগ্রহ প্রক্রিয়াকেই সহজ করবে না, বরং দেশের বাইরে দলের আর্থিক শৃঙ্খলা ও তথ্য-উপাত্ত ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে সহায়ক হবে। বিশেষ করে, পশ্চিমা দেশগুলো ও মধ্যপ্রাচ্যে থাকা বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি কর্মীদের সংগঠিত করতে প্রযুক্তিনির্ভর এই প্ল্যাটফর্ম একটি কার্যকর হাতিয়ার হতে পারে।

জানা গেছে, এই পদক্ষেপের মাধ্যমে বিএনপি দূরদেশে থাকা সমর্থকদের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাইছে যে, দল তাদের গুরুত্ব দিচ্ছে এবং সাংগঠনিকভাবে প্রবাসীদের সঙ্গে যোগসূত্র স্থাপনে বদ্ধপরিকর। প্রবাসে থাকা বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ আরও মজবুত করতেই অনলাইন প্ল্যাটফর্ম চালু করছে বিএনপি। আগামীকাল রোববার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলের লা ভিটা ব্যাঙ্কুয়েট হলে সন্ধ্যা ৬টায় এ কার্যক্রমের উদ্বোধন হবে।

এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রবাসে থাকা নেতাকর্মীরা সহজেই দলের ওয়েবসাইটে তাদের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিভিন্ন দেশের বিএনপি ও অঙ্গ সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। যারা বিদেশে আছেন তারা ভার্চুয়ালি যুক্ত হবেন।

এ ছাড়া আগামী মঙ্গলবার বিকেলে প্রবাসীদের সমস্যা-সম্ভাবনা, কর্মসংস্থান, প্রবাসী জীবনের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তরুণ প্রজন্মের ভাবনা শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেখানেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির নেতারা উপস্থিত থাকবেন।

এ বিষয়ে মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান গতকাল কালবেলাকে বলেন, এখন তো দলীয়ভাবে আমরা উদ্যোগ নিচ্ছি। আমরা প্রত্যেক এলাকায় যাচ্ছি। বিভিন্ন ইউনিট কমিটিগুলো কাজ করছে। মালয়েশিয়া বিএনপির ৮৩টি ইউনিট কমিটি ও অঙ্গসংগঠন আছে। সবাই বিভিন্ন এলাকায় বিশেষ করে বাঙালি অধ্যুষিত এলাকায় গিয়ে সবাই কাজ করছে। আমরা মনে করি অবশ্যই আমাদের উদ্যোগ ফলপ্রসূ হবে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু কালবেলাকে বলেন, গত ৯ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র নিবন্ধনে ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সহযোগিতা চলছে। আমরা প্রয়োজনীয় যাবতীয় সহযোগিতা দিয়েছি। এনআইডি কার্যক্রম শুরুর ফলে লস এঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আমরা বিএনপির পক্ষে তাদের ভোট আনতে আরও কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে কাছে পেয়ে শরীয়তপুর-৩ আসনের (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জের আংশিক) সর্বস্তরের মানুষের উচ্ছ্বাস যেন বাঁধ ভেঙেছে। প্রায় ৮ বছর পর গত বৃহস্পতিবার নিজ জেলায় সফরে এসেছেন অপু। ২০১৮ সালে শরীয়তপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়েন তিনি। এরপর দীর্ঘদিন নিজের এলাকা থেকেও দূরে সরিয়ে রাখা হয় তাকে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার আগেভাগেই এলাকার মানুষের কাছে ছুটে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব (পিএস) নুরুদ্দিন অপু। এলাকার মানুষ তাকে টেনে নিয়েছেন বুকে। শরীয়তপুর-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অপুকে ঘিরে তার নির্বাচনী এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।

গত বৃহস্পতিবার শরীয়তপুর সফরে এসে দিনভর নিজ জন্মভিটা গোসাইরহাট এলাকার মানুষের দুয়ারে দুয়ারে গেছেন নুরুদ্দিন অপু। মানুষের সুবিধা-অসুবিধা, আকাঙ্ক্ষা আর সম্ভাবনার কথা জানতে মধ্যরাত পর্যন্ত অংশ নিয়েছেন পথসভা, মতবিনিময় আর জনসংযোগে। এর কয়েক ঘণ্টা পর গতকাল শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই বিএনপির স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে এলাকার সর্বস্তরের মানুষ ভিড় জমাতে থাকেন অপুর বাড়ির আঙিনায়। সকাল থেকেই ‘ধানের শীষ’ আর ‘অপু ভাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

নুরুদ্দিন অপুর অনুসারীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হওয়ায় বিগত সরকারের আমলে একের পর এক বিড়ম্বনা সামলাতে হয়েছে নুরুদ্দিন অপুকে। আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়ে মিথ্যা মামলায় টানা ৮ বছর কারাবন্দি ছিলেন তিনি। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর কারামুক্ত হন অপু। এরপর মামলা থেকেও খালাস পান। প্রতিনিয়ত নানা মাধ্যমে এলাকার মানুষের সঙ্গে সংযুক্ত থাকলেও গত বৃহস্পতিবার নিজেই এলাকায় এসেছেন। তার আগমন ঘিরে পুরো শরীয়তপুর জেলায় ব্যাপক সাড়া পড়েছে। তার পথসভা-জনসংযোগ এবং মতবিনিময় সভায় দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। ছোট ছোট আয়োজনও রূপ নিচ্ছে জনসমু

দিনভর সরেজমিন ঘুরে নুরুদ্দিন অপুর অনুসারীদের এসব বক্তব্যের সত্যতা মিলেছে। আগের দিন মধ্যরাত পর্যন্ত এলাকার মানুষকে সময় দেওয়ার পর গতকাল শুক্রবার সাতসকালেই মাঠে নেমে পড়েন অপু। দলের নেতাকর্মীদের নিয়ে গতকাল ভেদরগঞ্জ উপজেলা সদর ছাড়াও নারায়ণপুর ইউনিয়ন, ছয়গাঁও ইউনিয়ন, মহিষার ইউনিয়ন ও রামভদ্রপুর ইউনিয়ন এবং সাজনপুর, লাকার্তা ও কাঞ্চনপাড়া বাজার এলাকায় জনসংযোগ ও পথসভা করেন তিনি। প্রতিটি কর্মসূচিতেই যেন মানুষের ঢল নেমেছিল।

গতকাল সকালে নারায়ণপুর এলাকায় জনসংযোগের গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য সবাইকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান অপু। গাড়িবহর নিয়ে তিনি নারায়ণপুর ইউনিয়নে পৌঁছানোর পর স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি বিভিন্ন পাড়া-মহল্লা, হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও গণসংযোগ করেন।

পথসভায় নুরুদ্দিন অপু বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরাতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে।

নারায়ণপুর ইউনিয়নের পর ভেদরগঞ্জ উপজেলা পরিষদের সামনে যান নুরুদ্দিন অপু। এরপর সেখান থেকে শুরু করেন জনসংযোগে। সব শ্রেণি-পেশার মানুষকে কাছে টেনে নিয়ে নিজ দলের এবং নেতার বার্তা তাদের কাছে পৌঁছে দেন অপু। এ সময় রিকশাচালক, দোকানি থেকে শুরু করে সবাই অপুকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। কেউ কেউ টেনে নেন বুকে। চলন্ত গাড়ি থেকেও হাত নেড়ে তাকে শুভকামনা জানান নারী-পুরুষরা। এ সময় পথচলতি শিশুদের কোল তুলে নেন অপু। তরুণ প্রজন্মের ভোটারদের কাছে পেয়ে কথাও বলেন তাদের সঙ্গে। এ সময় নিজেই ফোন হাতে নিয়ে মিটিয়ে দেন তাদের সেলফি তোলার আবদারও।

নুরুদ্দিন অপু ভেদরগঞ্জ দক্ষিণ বাজার এলাকায় পৌঁছানোর পর দেখা যায় অভূতপূর্ব এক দৃশ্য। নির্দ্বিধায় বিভিন্ন শ্রেণি-পেশার বয়োজ্যেষ্ঠ মানুষের পা ছুঁয়ে তাদের সালাম করে দোয়া চান অপু। গ্রামের সহজ-সরল প্রবীণ মানুষরা তার এমন সম্মানের আপ্লুত হন। বুকে টেনে নিয়ে হাত বুলিয়ে দেন অপুর মাথায়। বয়স্কদের প্রতি অপুর এমন শ্রদ্ধাবোধ প্রশংসিত হয়েছে সর্বমহলে। প্রবীণ বাসিন্দাদের উদ্দেশে নুরুদ্দিন অপু বলেন, আমি আপনাদের সন্তান। এই সন্তানের পাশে থেকে সহযোগিতা করুন, স্বপ্নের চেয়ে সুন্দর শরীয়তপুর উপহার দেব। যেখানে কোনো হিংসা, বিদ্বেষ, হানাহানি থাকবে না। উন্নয়ন ও শান্তির শরীয়তপুর উপহার দেব।

পরে গতকাল দুপুরে ঐতিহ্যবাহী লাকার্তা শিকদারবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন নুরদ্দিন অপু। তার উপস্থিতির খবর পেয়ে মসজিদ প্রাঙ্গণে জড়ো হন হাজারো মুসল্লি। অপু তাদের সবার কাছে দোয়া চান এবং এলাকার সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান।

গণসংযোগের মধ্যেই বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন বিএনপির সম্ভাব্য প্রার্থী অপু। গণভোট নিয়ে বিতর্কের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গণভোট কী জন্য দরকার? সংস্কারের পক্ষে, নাকি বিপক্ষে—তাই তো? আমরা তো সংস্কারের পক্ষে। ‘হ্যাঁ বা ‘না’—এটা জনগণকে একটা বাড়তি ভোগান্তিতে ফেলা। এ সময় তিনি আরও বলেন, দেশের অর্থনীতির গতি থেমে আছে। সুতরাং এই মুহূর্তে দেশে একটা গণতান্ত্রিক সুষ্ঠু ইলেকশন দরকার।

বিকেলে কাঞ্চনপাড়া বাজারে ফেরার পথে সাজনপুর বাজারে জনসংযোগ চালান অপু। ব্যবসায়ীসহ নানা স্তরের মানুষের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে একটি ফলের দোকান থেকে কিছু খেজুর কিনে নেন অপু। এরপর বাজারের দোকানে দোকানে ঘুরে ব্যবসায়ীদের মুখে খেজুর তুলে দিয়ে মিষ্টিমুখ করান তাদের। তার এমন কর্মকাণ্ডে অভিভূত হন সবাই।

পরে সাজানপুর স্কুল মাঠে গিয়ে কিশোর ও তরুণদের সঙ্গে রীতিমতো আড্ডা জুড়ে দেন। আড্ডার ফাঁকে তাদের কাছ থেকে শুনে নেন নতুন প্রজন্মের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার গল্পগুলো। এলাকার উন্নয়নের জন্য তাদের কী চাহিদা ও ভাবনা, তা-ও জেনে নেন গভীর মনোযোগে। তার এমন আন্তরিকতায় মুগ্ধ হন তরুণ-কিশোররা। তারা অপুর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন। এক তরুণ এ সময় অপুকে জানান, মাঠে ঘাষের জন্য ফুটবল খেলতে সমস্যা হয়। তাৎক্ষণিকভাবে এ সমস্যা সমাধানের উদ্যোগ নেন নুরুদ্দিন অপু। দুই দিনের মধ্যে ঘাষ কাটার মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দেন তরুণদের এবং বলেন, শুধু খেলার সামগ্রীই নয়, এই তরুণদের সঙ্গে নিয়ে তিনি উন্নয়ন আর শান্তির শরীয়তপুর গড়ে তুলবেন।

ভেদরগঞ্জে জনসংযোগের সময় নুরুদ্দিন অপু বলেন, আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধারের এই পথযাত্রায় ভেদরগঞ্জ-গোসাইরহাটের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। আগামী নির্বাচনে বিএনপির পক্ষে জোয়ার তৈরি হবে, ইনশাআল্লাহ।

পথসভা ও জনসংযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়াও প্রার্থনা করেন নুরুদ্দিন অপু। বিএনপি ও তারেক রহমানের হাত শক্তিশালী করতে স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভায় শরীয়তপুর জেলা, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এ প্রসঙ্গে ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার বলেন, অপু ভাইয়ের গণসংযোগে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। দল সংগঠিত হয়েছে। তাদের দাবি, শুধু এনআইডি নয়, পাসপোর্টের মাধ্যমেও প্রবাসীদের ভোটের সুযোগ দেওয়া উচিত। সেই লক্ষ্যেই আগামীকাল রোববার প্রবাসে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ কর্মসূচির অংশ হিসেবে দলটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন হতে যাচ্ছে।

দলটির নেতারা মনে করছেন, তাদের এই উদ্যোগ দেশের অন্যান্য রাজনৈতিক দলের জন্যও দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এটি শুধু সদস্য সংগ্রহ প্রক্রিয়াকেই সহজ করবে না, বরং দেশের বাইরে দলের আর্থিক শৃঙ্খলা ও তথ্য-উপাত্ত ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে সহায়ক হবে। বিশেষ করে, পশ্চিমা দেশগুলো ও মধ্যপ্রাচ্যে থাকা বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি কর্মীদের সংগঠিত করতে প্রযুক্তিনির্ভর এই প্ল্যাটফর্ম একটি কার্যকর হাতিয়ার হতে পারে।

জানা গেছে, এই পদক্ষেপের মাধ্যমে বিএনপি দূরদেশে থাকা সমর্থকদের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাইছে যে, দল তাদের গুরুত্ব দিচ্ছে এবং সাংগঠনিকভাবে প্রবাসীদের সঙ্গে যোগসূত্র স্থাপনে বদ্ধপরিকর। প্রবাসে থাকা বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ আরও মজবুত করতেই অনলাইন প্ল্যাটফর্ম চালু করছে বিএনপি। আগামীকাল রোববার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলের লা ভিটা ব্যাঙ্কুয়েট হলে সন্ধ্যা ৬টায় এ কার্যক্রমের উদ্বোধন হবে।

এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রবাসে থাকা নেতাকর্মীরা সহজেই দলের ওয়েবসাইটে তাদের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিভিন্ন দেশের বিএনপি ও অঙ্গ সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। যারা বিদেশে আছেন তারা ভার্চুয়ালি যুক্ত হবেন।

এ ছাড়া আগামী মঙ্গলবার বিকেলে প্রবাসীদের সমস্যা-সম্ভাবনা, কর্মসংস্থান, প্রবাসী জীবনের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তরুণ প্রজন্মের ভাবনা শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেখানেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির নেতারা উপস্থিত থাকবেন।

এ বিষয়ে মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান গতকাল কালবেলাকে বলেন, এখন তো দলীয়ভাবে আমরা উদ্যোগ নিচ্ছি। আমরা প্রত্যেক এলাকায় যাচ্ছি। বিভিন্ন ইউনিট কমিটিগুলো কাজ করছে। মালয়েশিয়া বিএনপির ৮৩টি ইউনিট কমিটি ও অঙ্গসংগঠন আছে। সবাই বিভিন্ন এলাকায় বিশেষ করে বাঙালি অধ্যুষিত এলাকায় গিয়ে সবাই কাজ করছে। আমরা মনে করি অবশ্যই আমাদের উদ্যোগ ফলপ্রসূ হবে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু কালবেলাকে বলেন, গত ৯ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র নিবন্ধনে ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সহযোগিতা চলছে। আমরা প্রয়োজনীয় যাবতীয় সহযোগিতা দিয়েছি। এনআইডি কার্যক্রম শুরুর ফলে লস এঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আমরা বিএনপির পক্ষে তাদের ভোট আনতে আরও কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ।

আরও খবর

news image

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে

news image

প্রবাসীদের ভোটে নজর বিএনপির

news image

এক লাফে স্বর্ণের ভরিতে বাড়ল প্রায় ৯ হাজার টাকা

news image

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১০ সদস্য আটক

news image

ফার্মগেটের কাছে ‘কম্পন’, আগারগাঁও–শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল বন্ধ

news image

‘বিএনপি ক্ষমতায় আসলে মা-বোনদের আর নির্যাতিত হতে হবে না’

news image

হাসিনার মামলার রায়ের দিন ধার্য হতে পারে আজ

news image

বিএনপির বন্ধু আছে, প্রভু নেই : ডা. জাহিদ

news image

‘আমাকে কুকুরের মত টেনে-হিঁচড়ে নিয়ে যায় পুলিশ, জানি না কীভাবে ছাত্রদের সামনে দাঁড়াব’

news image

জবি ছাত্রদল নেতা খুন: রাত শেষে সকাল হলেও থানায় হয়নি মামলা

news image

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন ইসি আনোয়ারুল

news image

নোয়াখালীতে বিএনপি ও শিবির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ৪০

news image

জামায়াতের পিআর পদ্ধতির আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা

news image

জুলাই সনদে এনসিপি কেন স্বাক্ষর করেনি, জানালেন আখতার হোসেন

news image

করোনা ভাইরাসের মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই

news image

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পেছাল

news image

টাকা খরচ করে এমপি হতে চায় ব্যবসার জন্য: হাসনাত আব্দুল্লাহ

news image

নাম বদলের খেলায় বিপদে দেশ

news image

বিসিবি নির্বাচন নিয়ে ‍মুখ খুললেন ইশরাক

news image

পাচার হওয়া সম্পদ ফিরিয়ে দেওয়ার আহ্বান ড. ইউনূসের

news image

মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার

news image

প্রায় ৪ কোটি টাকার হেরোইন ফেলে চোরাকারবারিদের নদীতে ঝাঁপ

news image

‘নিখোঁজ’ মামুনুর রশিদকে ফেরত চান জামায়াত আমির

news image

এবার মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎকারের সেই ছবি প্রকাশ করল ‘এই সময়’

news image

ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত

news image

বাংলাদেশ দূতাবাস রাবাতে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন

news image

খাওয়া ও বিশ্রামে ব্যস্ত, ৩ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

news image

কিশোরগঞ্জে বিএনপির সম্মেলন ঘিরে সাজ সাজ রব, ফজলুর রহমানের বিষয়ে সিদ্ধান্ত কী?

news image

২০২৫ সালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এর বইমেলা!

news image

সৌদি-পাকিস্তানের চুক্তি নিয়ে আসিফ নজরুলের প্রতিক্রিয়া