 
                  
                নবীন নিউজ ডেস্ক ০৪ ডিসেম্বার ২০২৪ ০২:২০ পি.এম
 ছবি- সংগৃহীত।
              ছবি- সংগৃহীত।
              
              
অন্যান্য বছরের তুলনায় চলতি বছর ২০২৪ সাল ছিল নানা কারণে আলোচিত। আলোচিত এ বছরকে আরও আলোচনায় রেখে ছিল ২০২৪ সালে নেটদুনিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিও। আর এসব ভাইরাল ভিডিও থেকে কিছু ভাইরাল ডায়ালগ পুরো বছরই বিনোদনের খোরাক হয়ে উঠেছিল নেটিজেনদের মাঝে, এমনকি সাধারণ মানুষের মুখে মুখেও।
বছরের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় চলতি বছর ভাইরাল হওয়া ১০ ফানি ডায়ালগ থাকছে আজকের আয়োজনে। যেগুলো পুরো বাংলার মানুষদের মাঝেই জনপ্রিয়তার শীর্ষে ছিল। ডায়ালগগুলো এতই জনপ্রিয় হয়েছিল যে, কোনো প্রেক্ষাপটের সাথে ভাইরাল ডায়ালগ মিলে গেলেই সাধারণ মানুষ মুখে মুখে চর্চা করেছে সে ফানি ডায়ালগগুলো।
২০২৪ সালের আলোচিত সে ফানি ডায়ালগগুলো আসুন এক ঝলকে দেখে নিই-
 
১। মুরুব্বি ডায়ালগ: সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলে মাওলানা মোস্তাক ফয়েজীর একটি বক্তব্য। একটি ওয়াজ মাহফিলে বয়ান দিচ্ছিলেন তিনি। হঠাৎ সে মাহফিল ছেড়ে একজন উঠে চলে যেতে চাইলে মাওলানা মোস্তাক ফয়েজী তার বয়ানের মাঝেই বলেন, মুরুব্বি, উহু উহু। তার ‘এই সোনামণি, বসো, উহু উহু’ ডায়ালগটিও ব্যাপক ভাইরাল হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।
 
২। হাউন আংকেল ডায়ালগ: চলতি বছর একটি সাক্ষাৎকার দেয়ার সময় বিনোদন জগতের জনপ্রিয় তারকা সিমরিন লুবাবারও একটি ডায়ালগ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। ডিবি প্রধান হারুণকে তিনি ‘হাউন’ উচ্চারন করায় নেটপাড়ায় বেশ ট্রলের সম্মুখীন হন এ শিশু তারকা। ২০২৩ সালে তার ‘কেন্দে দিয়েছি’ ডায়ালগটিও নেটপাড়ায় বেশ ভাইরাল হয়েছিল।
 
৩। এই ওয়েট ওয়েট: দেশে কোটা আন্দোলনের সময় ভাইরাল হন শিক্ষার্থী ফারজানা সিঁথি। তার বাংলার পাশাপাশি ইংরেজি বলার ধরন বেশ বিনোদনের খোরাক জুগিয়েছিল নেটিজেনদের। এক সেনা সৈনিকের সঙ্গে তার বাক-বিতন্ডতার ভিডিও নেটপাদায় ভাইরাল হয়। সেখানেই সে সেনা সৈনিককে তিনি বলেন, এই ওয়েট ওয়েট, ইটস মাই টার্ন বলেন। এ ডায়ালগ টিকটকাররাও তাদের ভিডিও তৈরিতে বেশ লুফে নেন চলতি বছর।
 
৪। শেখ হাসিনা পালায় না: ছাত্র জনতার আন্দোলন চলার সময় থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য নেটপাড়ায় বেশ ভাইরাল হতে শুরু করে। আন্দোলনের তোপের মুখে পড়ে তিনি যখন দেশ ছেড়ে পালিয়ে যান তখনই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে তার ‘শেখ হাসিনা পালায় না’ ডায়ালগ।
 
৫। পালাব না, কোথায় পালাবো: শেখ হাসিনার মতো ওবায়দুল কাদেরের ‘পালাব না, কোথায় পালাবো’ ডায়ালগও বেশ ভাইরাল হয় এ বছর। নেটিজেনদের অনেকেই তাকে মজা করে ‘কাউকা কাদের’, কাক্কু বলে মজা পান। তার আরও কিছু ভাইরাল ডায়ালগ হলো সি হেজ মেইড আস, একটু অপেক্ষা করা যায় না, একটু বলবো না একটা শব্দও বলবো না, মাসুদ তুমি কি কোনো দিনই ভালো হবে না ইত্যাদি।
 
৬। এই মেয়ে চুপ করো: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বেশকিছু ভিডিও নেটপাড়ায় ভাইরাল হয় এ বছরই। এসব ভাইরাল ভিডিওর বেশিরভাগ ডায়ালগই টিকটকার লুফে নেন তাদের ভিডিও তৈরি করার জন্য। যার মধ্যে অন্যতম ‘এই মেয়ে চুপ করো’। ‘এই যে মহিলা এখন মুখটা বন্ধ কেন’ এ ডায়ালগটিও লোকমুখে বেশ জনপ্রিয় ছিল।
 
৭। প্লিজ আমাকে ক্ষমা করে দেও: গ্রামের এক শিশুর ‘প্লিজ আমাকে ক্ষমা করে দেও’ ডায়ালগটিও চলতি বছর ছিল ব্যাপক জনপ্রিয়। এ বক্তব্য এতই জনপ্রিয় হয়েছিল অনেকে এ ডায়ালগকে ডিজে গান বানিয়ে নেচে ভিডিও তৈরি করেছিলেন।
 
৮। আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি: চট্টগ্রামে নৃশংস হত্যাকাণ্ডের শিকার মো. হাসানের হত্যার তদন্তে বেরিয়ে আসে শ্বশুরকে খুন করেন তার পুত্রবধূ (অভিযুক্ত নারী আসামি) আনার কলি। সংবাদমাধ্যমে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আনার কলি বলেন, ‘আমি দোষী, আমি কি আপনাদের একবারও বলেছি আমি নির্দোষ। তখন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি।’ চলতি বছর খুনির এ ডায়ালগও সারা বছর নেটপাড়া ও লোকমুখে আলোচনার কেন্দ্রে ছিল।
 
৯। : নাইস অ্যান্ড এট্রাক্টিভ: চলতি বছর সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ভাইরাল ডায়ালগ ছিল এটি। দেশের ২২তম এ রাষ্ট্রপতি চলতি বছর সোশ্যাল মিডিয়া ফেসবুকে সাংবাদিক ও গায়িকা নবণীতা চৌধুরীর একটি ছবির নিচে নাইস অ্যান্ড এট্রাক্টিভ লেখেন। এরপর থেকেই দেশের ফেসবুক ব্যবহারকারীরা ছবির কমেন্ট বক্সে, কথাবার্তার মাঝপথে ব্যবহার করতে শুরু করে রাষ্ট্রপতির এ ডায়ালগ।
 
১০। আপনি রাবিশ কথা বলবেন না: এ বছরই নেটদুনিয়ায় ভাইরাল হয় মেট্রো টু দ্য পয়েন্ট নামের একটি অনুষ্ঠানের ভিডিও ক্লিপ। যেখানে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বাকবিতন্ডতায় জড়িয়ে পড়েন। এক সময় বিচারপতি মানিক দীপ্তির উদ্দেশে বলেন, আপনি কথা বলবেন না। প্রতি উত্তরে দীপ্তি বলেন, আপনি প্লিজ উত্তেজিত হবেন না।
 
এছাড়া নাটক কম করো পিও, একটু নিচে পিও, সিঙ্গেল সিঙ্গেল আমি সিঙ্গেল, স্বজন হারানোর বেদনার মতো আরও অনেক ডায়ালগই সাধারন মানুষের মুখে মুখে ছিল ২০২৪-এ।  
নবীন নিউজ/পি
 
 
           
              যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা
 
              সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন
 
              তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
 
              রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না
 
              ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে
 
              যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে
 
              গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়
 
              সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
 
              পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!
 
              চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন
 
              প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন
 
              খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?
 
              সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা
 
              তেলাপোকার দুধ নাকি সুপারফুড!
 
              কালোজিরা ৭ রোগের মহৌষধ
 
              তামাক ও ধূমপানের প্রভাব
 
              গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী
 
              অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না
 
              ফোন পানিতে পড়ে গেলে যা করবেন
 
              জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ
 
              ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন
 
              আলু খেলে ওজন বাড়ে?
 
              লাউ খাওয়ার ৫ উপকারিতা
 
              যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়
 
              ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?
 
              কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে
 
              যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল
 
              পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন
 
              যৌন ক্ষমতা কমিয়ে দিতে পারে কফি!
 
              কষ্ট আর ভয়ের স্মৃতি ভুলতে যাওয়ার উপায় বের করলেন গবেষকরা