নবীন নিউজ ডেস্ক ২৪ অক্টোবার ২০২৪ ১০:৩১ এ.এম
স্বাধীন ভূখণ্ডের পরে কাঁটাতার পেরিয়ে যাদের পর্বতটাকে দেখার সৌভাগ্য হয় না তাদের জন্যে সুবর্ণ সুযোগ শরতের শীতকালে স্পষ্ট ফুটে উঠে রূপালি কাঞ্চনজঙ্ঘা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এসে প্রকৃতি পিপাসু সমতলভূমির যেকোনো মানুষ উপভোগ করতে পারেন কাঞ্চনজঙ্ঘার রূপালি লাবণ্য।
হাত বাড়ালেই যেন শ্বেতশুভ্র হিমালয়! আর একটু এগুলেই হয়তো ছুঁয়ে ফেলা যাবে, চোখ জুড়ানো মন ভোলানো বরফ ঢাকা পর্বতটাকে। হিমালয় মানেই এক বিস্ময়কর রহস্য, সৌন্দর্যের সব রং এর মিশ্রণেই অপরূপ কাঞ্চনজঙ্ঘা।
৭১ এর মুক্তাঞ্চল স্বাধীনতার তীর্থ ভূমি পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকেই বিশ্বের তৃতীয় অবস্থানে থাকা হিমালয় পর্বতমালা কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ দর্শন করতে ইতোমধ্যে পর্যটকরা আসতে শুরু করেছেন। তেঁতুলিয়ার বুক চিরে প্রবাহিত মহানন্দা বিভক্ত করেছে দু-দেশের ভূখণ্ডকে। প্রাকৃতিক পরিবেশের লীলাভূমি সমতল ভূমির চা এর রাজ্যের তেঁতুলিয়ায় দাঁড়িয়ে সোজা উত্তরে তাকালে চোখে পড়বে সুনীল আকাশ আর হিমালয় এখানে দাঁড়িয়ে আছে পাশাপাশি। হিমালয় পর্বতমালা থেকে ১৬৫ কিলোমিটার দুরে তেঁতুলিয়া উপজেলা থেকেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার প্রধান শৃঙ্গ।
শরৎ ও হেমন্তের মেঘমুক্ত আকাশে প্রায় প্রতিদিনই হিমালয় দেখার সুযোগ ঘটে পর্যটকদের। শরতের শেষ দিক হতে শীত পর্যন্ত সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য কাঞ্চনজঙ্ঘা আর হিমালয়। মনোরম আবহে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের মনে অপার্থিব মায়ার ঘোর সৃষ্টি করে। তেঁতুলিয়া ঘেঁষে বয়ে যাওয়া মহানন্দা নদীর পাড়ে গিয়ে দাঁড়ালে দেখা যায় সূর্যের বর্ণিল আলোকচ্ছটায় উদ্ভাসিত এভারেস্ট শৃঙ্গ। তাই ভোর বেলা থেকে বিকেল পর্যন্ত ডাকবাংলো এবং বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেঁষে চলা মহানন্দা নদীর তীরে বসে প্রকৃতি প্রেমিদের আড্ডা। সন্ধ্যা নামার আগে ভিন্ন রূপের মহানন্দা হৃদয় কাড়ে পর্যটকদের। বাংলার বুক চিরে যে সূর্য উঠে ভোরে, সন্ধ্যায় আবার সেই সূর্য ডুব দেয় প্রতিবেশী দেশের হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার আড়ালে। শরৎ, হেমন্ত আর শীত কালেই দেখা মেলে শ্বেতশুভ্র এই মহানায়কের। ভোরের আলো মেখে জাগতে শুরু করে। তারপর ক্ষণে ক্ষণে রং পাল্টাতে থাকে । অপার সৌন্দর্যে বিস্তৃতি ঘটিয়ে দাঁড়িয়ে থাকে। মনে হয় হাসছে পাহাড়। তার শরীর ঘেঁষে চলে গেছে বিস্তৃত হিমালয়। সবুজ আর কালো রং মেখে হিমালয়ও হয়ে ওঠে অপরূপ ।
নানা রং নিয়ে খেলা করে কাঞ্চনজঙ্ঘা। জেগে ওঠার শুরুতে টকটকে লাল। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কমলা, তারপর হলুদ ,তারপর সাদা। হঠাৎ হারিয়ে যায়। মেঘের আচলে লুকিয়ে পড়ে। মেঘ সরে গেলে আবার উঁকি দেয়। লুকোচুরির খেলা চলে সারাদিন।
কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় এবং হিমালয় পর্বতমালায় দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘার উচ্চতা প্রায় ২৮,১৬৯ ফুট বা ৮,৫৮৬ মিটার। এটি ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা থেকে চারটি নদীর উৎপত্তি ঘটেছে নদীগুলি বাংলাদেশেও প্রবাহিত হয়। কাঞ্চনজঙ্ঘা নিয়ে রয়েছে নানা রকমের লোককাহিনী। এর আশে পাশের অঞ্চলটিকে বলা হয় পর্বত দেবতার বাসস্থান। দেবতার নাম কাঞ্চনজঙ্ঘা ডেমন। এটি এক প্রকার রাক্ষস। অনেকে বিশ্বাস করে অমরত্বের রহস্য লুকানো আছে এই শ্বেতশুভ্র শৃঙ্গের নিচে।
তবে সবসময় দেখা মেলে না সাদা শুভ্র এই পাহাড়ের। মেঘ আর কুয়াশা মাঝে মাঝেই আড়াল করে রাখে তাকে। তখন অপেক্ষা ছাড়া কোনও উপায় থাকে না। এ জন্য অনেকে বলে থাকেন কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কপালও লাগে। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলাসহ জেলার যে কোনো প্রান্ত থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখতে বর্তমানে আসতে শুরু করেছে পর্যটকরা। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করে পর্যটকরা। পর্যটকদের কথা মাথায় রেখে নানা ধরনের উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসন।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী জানান, টুরিস্টদের আনন্দকে আমরাও উপভোগ করছি। তাই তাদের নিরাপত্তা, থাকা, খাওয়ার বিষয়গুলোকে উপজেলা প্রশাসনের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। এ ছাড়া তেঁতুলিয়া ডাকবাংলোসহ পর্যটন স্থানগুলোকে দৃষ্টি নন্দন করে গড়ে তোলা হচ্ছে। এই আয়োজন চলমান আছে।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি বলেন, তেঁতুলিয়া ট্যুরিস্ট পুলিশের মাধ্যমে পর্যটকদের নানা ভাবে সহায়তা করা হচ্ছে, দেশের আর সব জায়গার চেয়ে পঞ্চগড়ের সার্বিক আইনশৃঙ্খলা অনেক ভালো।
তেঁতুলিয়া উপজেলা সদরের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান কাজী আনিসুর রহমান বলেন, আমরা এই জেলার ঐতিহ্য ধরে রাখতে চাই টুরিস্টদের সার্বক্ষণিক সহায়তা করা হচ্ছে, যেন তারা অনায়াসে সমতলের চা, মাল্টা, উচ্চ ফলনশীল আম, বিদেশি টিউলিপ বাগানসহ তেঁতুলিয়ার প্রেম প্রকৃতি উপভোগ করতে পারে।
দেশের নানা স্থান থেকে কাঞ্চনজঙ্ঘার লাবণ্য দেখতে ছুটে আসছেন নানা বয়সী মানুষ নিজের দেশের মাটিতে দাঁড়িয়ে এই বিশাল পর্বতমালা দেখতে পেয়ে অনেক খুশি তারা। যান্ত্রিক জীবনের ব্যস্ততম সময়ের মাঝে এই অবলোকন তাদের মুগ্ধ করেছে।
পঞ্চগড় হিমালয় পর্বতমালার সমতল অঞ্চল। তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। তাই এই জেলাকে বলা হয় হিমালয়ের কন্যা। ৭১ এর মুক্তাঞ্চল স্বাধীনতার তীর্থ ভূমি পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকেই হিমালয় পর্বতমালা কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ দর্শন শুরু হয়ে গেছে ইতোমধ্যে। তেঁতুলিয়ার বুক চিরে প্রবাহিত মহানন্দা বিভক্ত করেছে ভারত এবং বাংলাদেশকে। প্রাকৃতিক পরিবেশের লীলাভূমি সমতল ভূমির এই চা এর রাজ্যের তেঁতুলিয়ায় দাঁড়িয়ে সোজা উত্তরে তাকালে চোখে পড়বে সুনীল আকাশ আর হিমালয় এখানে দাঁড়িয়ে আছে পাশাপাশি। হিমালয় পর্বতমালা থেকে ১৬৫ কিলোমিটার দুরে তেঁতুলিয়া উপজেলা থেকেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার প্রধান শৃঙ্গ।
তেঁতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী বলেন, স্বাধীনতার এই তীর্থভূমি তেঁতুলিয়ার পাশে অবস্থিত হিমালয় পর্বত মালার অলংকার। ভৌগলিক কারণে এখানকার মানুষগুলোও পাহাড়সম হৃদয়ের অধিকারী। এখানে আসা পর্যটকদের উপলব্ধি এবং প্রকাশ থেকেই যা বেরিয়ে এসেছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সকল সহায়তা দিয়ে আসছি।
নবীন নিউজ/পি
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা
৬৭ হাজারে বিক্রি হলো পদ্মার পাঙাশ
ফজলুর রহমানের পক্ষে মিছিল, স্লোগানে উত্তাল অষ্টগ্রাম
১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩ জন
সড়কে মিলল ৬ পুরুষের কাটা মাথা, দেহ গায়েব
ব্র্যাক এর কিস্তির চাপ আর অপমান সইতে না পেরে ব্যাবসায়ীর আত্মহত্যা
সাগরে তিন দিন ভাসতে থাকা ৮ জেলে উদ্ধার
কোচিং সেন্টার থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার
চাকরির আশায় বিদেশ গিয়ে ‘না খেয়ে’ মারা গেলেন গাইবান্ধার যুবক
১২ জেলায় বন্যার শঙ্কা
পরকীয়া নিয়ে ফেসবুক পোস্ট, ছাত্রদল কর্মীর ছুরিকাঘাতে যুবদল কর্মী নিহত
স্বজন পরিচয়ে হাসপাতালে ঢুকে নবজাতক নিয়ে উধাও নারী
গাজীপুরের টঙ্গী স্টেশন রোডে টুকরো টুকরো করা লাশের ব্যাগ রেখে গেছে দুর্বৃত্তরা
নাটোরে প্রাইভেটকার থামিয়ে চালককে গলা কেটে হত্যা
‘আওয়ামী লীগের লোক’ ঢোকায় কালিয়াকৈরে দুধ দিয়ে ধোয়া হলো বিএনপির কার্যালয়
সরকারি অনুষ্ঠানে আ.লীগ নেতার অংশগ্রহণ
জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিক্ষার্থী
আওয়ামী লীগ কর্মীদের গেরিলা প্রশিক্ষণ, এবার মেজর সাদিকের স্ত্রী ডিবি হেফাজতে
সড়কে ককটেল ফাটিয়ে গণডাকাতি